ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কাস্টমসের নিলাম এখন হবে অনলাইনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
কাস্টমসের নিলাম এখন হবে অনলাইনে কাস্টমসের লোগো

ঢাকা: কাস্টমসের নিলাম এখন অনলাইনেই হবে। পাশাপাশি কাস্টমসের যেকোনো তথ্যও জানা যাবে। হটলাইন নম্বর ও অ্যাপসের মাধ্যমে জানানো যাবে যেকোনো চোরাচালানের তথ্য।

এ লক্ষ্যে কাস্টমসে যুক্ত হলো ন্যাশনাল ইনকোয়ারি পয়েন্ট (এনইপি), কাস্টম হটলাইন ও ই-অ্যাকশন সেবা।  

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সেবা তিনটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ইউএসএইড-এর যৌথ আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া ও এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।  

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আরো একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশ কাস্টমসে আরো স্বচ্ছতা আসবে।
 
প্রতিমন্ত্রী বলেন, গত ১০ বছরে বাংলাদেশ যে স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জন করেছে আগামী দিনেও তা ধরে রাখতে সবাইকে কাজ করতে হবে।

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ন্যাশনাল ইনকোয়ারি পয়েন্টের মাধ্যমে বাণিজ্য সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্বের যে কোনো জায়গা থেকে জানা যাবে। প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর মিলবে এখানে। একইভাবে চোরাচালান কিংবা যেকোনো তথ্য জানানো যাবে হটলাইনে।  

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম বলেন, এর মাধ্যমে গ্রাহক পর্যায়ে ভোগান্তি অনেকখানি কমে আসবে। গতিও ফিরবে ব্যবসা-বাণিজ্যে।  

আয়োজকরা জানান, কাস্টমস হটলাইনের নম্বর ০২৪৮৩২১১০০। ইমেইল করেও জানানো যাবে চোরাচালানিদের তথ্য। জানা যাবে কাস্টমসের ওয়েবসাইট ব্যবহার করেও।

অনুষ্ঠানে এনবিআর সদস্য (কাস্টমস অডিট, মর্ডানাইজেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড) খন্দকার মোহাম্মদ আমিনুর রহমান, ইউএসএইড বাংলাদেশের মিশন ডিরেক্টর ডেরিক এস ব্রাউন প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা,  সেপ্টেম্বর ০৭, ২০১৮
এজেড/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।