শনিবার (০৮ সেপ্টেম্বর) রাজধানীর মাইডাস সেন্টারের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পাট, চামড়া ও পোশাক খাতের উপর নির্ভর করেই রফতানি আয় বাড়বে।
দেশের উন্নয়ন তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ক্ষুধা মুক্ত সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। তারই কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। পদ্মাসেতু, মেট্রোরেল, মাতারবাড়ি কোল পাওয়ার প্ল্যান্ট, এলএনজি টার্মিনালের মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসবের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ এখন ইতিবাচক উন্নয়নের রোল মডেল। সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করে দেশ এগিয়ে যাচ্ছে। মাথাপিছু আয়, জিডিপি প্রবৃদ্ধি, বাজেটের আকার সবই বেড়েছে। এসব ইতিবাচক উন্নয়নের অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা।
এসময় আরো উপস্থিত ছিলেন মাইডাস সেন্টারের চেয়ারম্যান পারভীন মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক ড. এ এস এম মশিউর রহমান, পরিচালক রোকেয়া আফজাল রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এমআইএস/এসএইচ