রোববার (১৬সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল কাস্টমস ক্লাবে যন্ত্রটি উদ্বোধন করেন কমিশনার বেলাল হোসেন।
জানা যায়, যেকোনো রাসায়নিক দ্রব্য এ মেশিনের এক্সরে রেঞ্জের মধ্যে দেওয়া হলে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে রাসায়নিক পরীক্ষাসহ পণ্যের জেনেরিক নাম ও গঠন জানা যাবে।
এসময় বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন বলেন, মাদক শনাক্ত করতে এ যন্ত্র খুবই কার্যকর। বিশ্বের বিভিন্ন গোয়েন্দাসংস্থা ও বড় বড় প্রতিষ্ঠান এ যন্ত্র ব্যবহার করে। যুক্তরাষ্ট্রের তৈরি এ যন্ত্রটি এবার বেনাপোলসহ দেশের ৩টি কাস্টমস হাউসে ব্যবহার হবে। এর ফলে আধুনিকায়নের পথে আরও একধাপ এগিয়ে গেল জাতীয় রাজস্ব বোর্ড।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, যুগ্ম কমিশনার শাকিলা পারভীন, শহিদুল ইসলাম, উপ কমিশনার জাকির হোসেন, সহকারী কমিশনার (আই.আর.এম) উত্তম চাকমা, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আলহাজ¦ নাসির উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এজেডেইচ/এনএইচটি