সোমবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
এতে বলা হয়, ইনসাইডার ট্রেডিং রুলস, ১৯৯৫ লঙ্ঘন করায় ডরিন পাওয়ার কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) চৌধুরী ফারাহ নাজ সামিয়া ও ওয়াহিদুজ্জামান খানকে ১০ লাখ করে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া কোম্পানিটির সিনিয়র জিএম মোহাম্মদ ফজলে এলাহি খান, জিএম ইকবাল হোসাইন, সহকারী জিএম ও কোম্পানি সচিব মাসুদুর রহমান ভূঁইয়া, স্বাধীন পরিচালক মাহতাব বিন আহমেদ এবং সিএফও আফরোজ আলমকে এক লাখ করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এমএফআই/টিএ