তবে ইভিএম নিয়ে নানা গুঞ্জন রয়েছে রাজনৈতিক মহলে। এসব গুঞ্জন দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) আসন্ন উন্নয়ন মেলায় ইভিএম মেশিন প্রদর্শন করবে ইসি। সেখানে সর্বসাধারণের জন্য ইভিএম প্রদর্শিত হবে। চাইলে যে কেউ ভোট দিতে পারবেন পছন্দের প্রতীকে। ভোটারদের সামনেই একটু পর পর ফলাফল দেখানো হবে।
ইসি সূত্রে জানা গেছে, এবারের উন্নয়ন মেলায় প্রতিটি জেলা শহরেই নির্বাচন কমিশনের একটি করে স্টল থাকবে। রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের একটি স্টল থাকবে। এছাড়া প্রতিটি জেলা শহরেই থাকবে একটি করে স্টল। এ স্টল সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সেখানে যে কেউ কিভাবে ভোট দিতে হয় তা নিজে দেখার সুযোগ পাবেন। তারা ভোট দেবেন যেকোন প্রতীকে আবার সে রেজাল্টও তাদের দেখানো হবে।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর দেড় লাখ ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রস্তাব পাশ করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো কিনতে খরচ ধরা হয়েছে ৩ হাজার ৮২৫ কোটি টাকার বেশি। আগামী ২০২৩ সালের জুনের মধ্যে ইভিএম কেনার এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
ইভিএম’র সুবিধা:
এতে ভোটে যে সময় নষ্ট হয় সেটা কমে আসবে। মাত্র ১০ মিনিটেই ফলাফল পাওয়া যাবে। কোনভাবেই ইন্টারনেটের সাথে ইভিএম সংযুক্ত নয়, তাই এটা হ্যাক করা যাবে না। মেশিনে একটা ১২ ভোল্টের ব্যাটারি থাকবে যার মেয়াদ হবে ২০ ঘণ্টা। যেই কেন্দ্রের ইভিএম সেটি দিয়ে শুধু সেই কেন্দ্রেই ভোট দেওয়া যাবে। ইভিএম অপারেট করার জন্য প্রিজাইডিং বা সহকারী প্রিজাইডিং অফিসারের বায়েমেট্রিক্স নেওয়া থাকবে। তারা ছাড়া কেউ অপারেট করতে পারবে না। আবার কোনো কারণে ইভিএম মেশিন নষ্ট হলেও প্রদত্ত ভোট নষ্ট হবে না।
এ বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আশাদুল হক বাংলানিউজকে বলেন, জাতীয় উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টল থাকবে। তাছাড়া জেলা শহরগুলোতেও থাকছে স্টল। সেখান থেকে সব ধরনের তথ্য সরবরাহের পাশাপাশি কিভাবে ইভিএম ব্যবহার হবে সেটা সবাইকে শেখানো হবে। একইসঙ্গে জন-সাধারণের মধ্যে যে ভুল ধারণা আছে সেটা সম্পর্কেও তাদের পরিষ্কার করা হবে। এটা সবার জন্য উন্মুক্ত থাকবে।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) থেকে শনিবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাঠে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন দিনব্যাপী ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগানে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাদেশে উন্নয়ন মেলা উদ্বোধন করবেন।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
ইএআর/এমজেএফ