বন্দর সূত্রে জানা যায়, ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে সোমবার (১৫ অক্টোবর) থেকে শনিবার (২০ অক্টোবর) পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ সময় দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার সাগর সেন বাংলানিউজকে জানান, রোববার (২১ অক্টোবর) থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এনটি