এ প্রদর্শনীতে থাকছে বিদ্যুৎ উৎপাদন ও উপকরণ, সৌর বিদ্যুৎ, জ্বালানি, আলোকসজ্জা, নবায়ণযোগ্য জ্বালানি, নির্মাণ সামগ্রী, নির্মাণকৌশল যন্ত্রাংশ। প্রদর্শনীর মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত হতে পারবেন যে কেউ।
সেমস গ্লোবাল বাংলাদেশের সভাপতি মেহরুন এন ইসলাম বলেন, মোট ১৯টি দেশের উদ্যোক্তার মোট ২২০টি প্রতিষ্ঠানের ৪৮০টি স্টলের এই প্রদর্শনীর মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত হতে পারবেন। প্রদর্শনীতে থাকছে ‘২য় ওয়াটার বাংলাদেশ ইন্টারস্যাশনাল এক্সপো ২০১৮’, ‘২১তম পাওয়ার বাংলাদেশ এক্সপো ২০১৮’ এবং ‘২৩তম কন এক্সপো ২০১৮’।
প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বিদ্যুৎখাত, আলোকসজ্জা, নিরাপত্তা সামগ্রী, জ্বালানি ও আবাসন সামগ্রী নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক এ প্রদর্শনী চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
ইএআর/এএটি