ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বাংলাবান্ধা বন্দরে ৩দিন আমদানি-রফতানি বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
বাংলাবান্ধা বন্দরে ৩দিন আমদানি-রফতানি বন্ধ

পঞ্চগড়: সনাতন ধর্মাবলম্বীদের শ্যামা পূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে তিনদিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। উভয় দেশের ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৬ নভেম্বর) বন্দরের সব কার্যক্রম শেষে এই ঘোষণা দেন বন্দর কর্তৃপক্ষ। 

তবে আমদানি-রফতানি ছাড়া বন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা খোলা থাকবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

বন্দর ম্যানেজার মামুন সুবহান বাংলানিউজকে জানান, বুধবার (৭ নভেম্বর) শ্যামা পূজা উপলক্ষে বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে এবং ব্যবসায়ীদের সুবিধার্থে বৃহস্পতিবারও (৮ নভেম্বর) বন্ধ ও শুক্রবার (৯ নভেম্বর) সরকারি ছুটি থাকায় মোট তিনদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামী শনিবার (১০ নভেম্বর) থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে স্বাভাবিকভাবে সব কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।