শনিবার (১০ নভেম্বর) এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মু’মেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আয়কর মেলা উপলক্ষে ১১ নভেম্বর (রোববার) বিকেল ৩টায় এনবিআরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এনবিআরের তথ্য মতে, এ বছর রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী এ মেলা হবে। ঢাকার কর মেলা বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী, জেলা শহরে চার দিন এবং ৩০টি উপজেলায় দু'দিন মেলা অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে যেসব স্থানে অর্থনৈতিক কর্মকাণ্ড ভালো এমন গ্রোথ সেন্টারে এক দিন ভ্রাম্যমাণ মেলা হবে। এবারের মেলায় অডিও-ভিডিও সম্প্রচারের মাধ্যমে কর দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি কর সচেতনতা তৈরিতে এ কর শিক্ষা দেওয়া হবে।
আয়কর সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সাধারণের কাছে সেবা পৌঁছে দিতে ২০১০ সালে প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলার আয়োজন করা হয়। এরপর প্রতিবছরই মেলার পরিধি বেড়েছে। গতবছর মেলায় প্রায় দুই হাজার ২০০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এমএফআই/এসএইচ