ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকায় আয়কর মেলা শুরু ১৩ নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
ঢাকায় আয়কর মেলা শুরু ১৩ নভেম্বর ঢাকায় আয়কর মেলা

ঢাকা: প্রতিবছরের মতোই এবারও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হবে ১৩ নভেম্বর (মঙ্গলবার)। রাজধানী ঢাকাসহ সারাদেশে একযোগে এ মেলা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।

শনিবার (১০ নভেম্বর) এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মু’মেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আয়কর মেলা উপলক্ষে ১১ নভেম্বর (রোববার) বিকেল ৩টায় এনবিআরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, মেলার সমন্বয়কারী ও এনবিআরের সদস্য (আয়কর প্রশাসন) জিয়াউদ্দিন মাহমুদসহ এনবিআরে ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এনবিআরের তথ্য মতে, এ বছর রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী এ মেলা হবে। ঢাকার কর মেলা বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী, জেলা শহরে চার দিন এবং ৩০টি উপজেলায় দু'দিন মেলা অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে যেসব স্থানে অর্থনৈতিক কর্মকাণ্ড ভালো এমন গ্রোথ সেন্টারে এক দিন ভ্রাম্যমাণ মেলা হবে। এবারের মেলায় অডিও-ভিডিও সম্প্রচারের মাধ্যমে কর দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি কর সচেতনতা তৈরিতে এ কর শিক্ষা দেওয়া হবে।

আয়কর সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সাধারণের কাছে সেবা পৌঁছে দিতে ২০১০ সালে প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলার আয়োজন করা হয়। এরপর প্রতিবছরই মেলার পরিধি বেড়েছে। গতবছর মেলায় প্রায় দুই হাজার ২০০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮ 
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।