ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ই-প্লাজা অনলাইন সেলস প্রোমোশন চালু করলো ওয়ালটন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
ই-প্লাজা অনলাইন সেলস প্রোমোশন চালু করলো ওয়ালটন উদ্বোধন অনুষ্ঠান

ঢাকা: ঘরে বসেই অনলাইনে পণ্য কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এমন গ্রাহকদের জন্য ‘ই-প্লাজা’ চালু করলো দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

নিয়ম মেনে অর্ডার দিলেই ক্রেতার বাসায় পৌঁছে যাবে পণ্য। এক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধমে পণ্যের মূল্য পরিশোধের সুবিধা রয়েছে।

থাকছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশ অন ডেলিভারির সুবিধা। সেই সঙ্গে থাকছে পণ্যভেদে ২০ শতাংশ পর্যন্ত ছাড়, ফ্রি হোম ডেলিভারি এবং ইএমআই সুবিধা।  

রোববার (১১ নভেম্বর) রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে আয়োজিত ‘অনলাইন সেলস প্রোমোশন লঞ্চিং প্রোগ্রাম’-এ এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম মাহবুবুল আলম ‘ই-প্লাজা’ সেবা উদ্বোধন করেন।

আরো উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টরস ইভা রেজওয়ানা, এমদাদুল হক সরকার, এসএম জাহিদ হাসান, নজরুল ইসলাম সরকার, সিরাজুল ইসলাম, তানভীর রহমান ও মো. রায়হান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মফিজুর রহমানসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বাংলাদেশে অনলাইন সেলসের বর্তমান ও ভবিষ্যৎ বাজার সম্ভাবনার উপর প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর ফিরোজ আলম। অনুষ্ঠানে ওয়ালটনের ‘ই-সেবা’ থেকে পণ্য ক্রয়, মূল্য পরিশোধ, প্রোডাক্ট ডেলিভারিসহ বিভিন্ন প্রক্রিয়ার ব্যবহারিক দিক উপস্থাপন করেন ওয়ালটন আইটি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শিহান মাহমুদ।  

গ্রাহকরা ওয়ালটন ই-প্লাজা থেকে পাঁচ হাজার টাকা সমমূল্যের পণ্য কিনে ডেলিভারির সময় ঘরে থেকেই পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন। ওয়ালটন প্লাজার ১৫ কিলোমিটারের মধ্যে থাকছে ফ্রি হোম ডেলিভারির সুবিধা।  

প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম অঞ্চলের ১২টি প্লাজাকে ওয়ালটন ই-প্লাজা সেবার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত সব ওয়ালটন প্লাজা অনলাইন সেলস নেটওয়ার্কের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।