বুধবার (১৪ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবসহ দেশের ৮টি বিভাগ, ৩৫টি জেলা এবং ১৯টি উপজেলাসহ মোট ৬২টি স্পটে সকাল ৯টায় মেলা শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত।
দ্বিতীয় দিনে মেলায় করদাতা ও সেবা গ্রহীতাদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। বিশেষ করে নারী ও তরুণ করদাতাদের ভিড় ছিল লক্ষ্যণীয়।
এবারের মেলায় বাড়তি আকর্ষণ ছিল শিক্ষার্থীদের নিয়ে কর শিক্ষণ ফোরাম। নতুন প্রজন্মের করদাতাদের আয়কর সম্পর্কে সচেতন করতে সপ্তাহব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, ফিন্যান্স এবং ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের মোট ৪০ শিক্ষার্থী অংশ নেন। অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজয়ী ১০ শিক্ষার্থীর হাতে বই ও সনদ তুলে দেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
বিজয়ীদের মধ্যে ৩ শিক্ষার্থীকে প্রাইজবন্ডও দেওয়া হয়। এসময় এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়া উদ্দিন মাহমুদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০১০ সাল থেকে শুরু হওয়া আয়কর মেলার পরিধি এবং মেলার মাধ্যমে আয়কর বিভাগের সেবার পরিসর বাড়ছে। এ ধারাবাহিকতায় ‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন’- স্লোগানকে সামনে রেখে এ বছর আয়কর মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায় বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ’।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এমএফআই/এসএইচ