ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় কর মেলার ৫ম দিনে ১১ কোটি ৭০ টাকা আদায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
খুলনায় কর মেলার ৫ম দিনে ১১ কোটি ৭০ টাকা আদায় খুলনা আয়কর মেলা

খুলনা: কর অঞ্চল খুলনার আয়কর মেলার ৫ম দিনে শনিবার (১৭ নভেম্বর) ১১ কোটি ৭০ লাখ ৫৯ হাজার ৮৭১ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবাগ্রহণ করেছেন ৫৫ হাজার ৩৮৩ জন।

রিটার্ন দাখিল করেছেন ২৮ হাজার ৮৩২ জন। রি-রেজিস্ট্রেশন গ্রহণ করেছেন ৮ জন ও নতুন টিআইএন গ্রহণ করেছেন ১ হাজার ১৭ জন।



খুলনা কর অঞ্চলের উপ-কর কমিশনার হাসানুর রহমান সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, গত বছর মেলার ৫ম দিনে খুলনা কর অঞ্চলে ৭ কোটি ৪ লাখ ৮০ হাজার ৩১৬ টাকা আয়কর জমা পড়েছিলো।  

এবছর কর অঞ্চল খুলনার আওতাধীন খুলনাসহ ১০ জেলার জেলা শহর যথাক্রমে- যশোর, বাগেরহাট,  সাতক্ষীরা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় ১৪-১৭ নভেম্বর,  চুয়াডাঙ্গা, ১৬-১৯ নভেম্বর, নড়াইল এবং মাগুরা ১৫-১৮ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।  

বাংলাদেশ সময়:  ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এমআরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।