ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

‘কর শিক্ষণে’ রাজউকের ১০ শিক্ষার্থী পুরস্কৃত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
‘কর শিক্ষণে’ রাজউকের ১০ শিক্ষার্থী পুরস্কৃত অনুষ্ঠানে এনবিআর কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: আয়করমেলার ষষ্ঠ দিনে অনুষ্ঠিত ‘কর শিক্ষণ ফোরামে’র কুইজ প্রতিযোগিতায় বিজয়ী রাজউক উত্তরা মডেল কলেজের ১০ শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে নবমবারের মতো অনুষ্ঠিত আয়করমেলায় বিজয়ী ১০ শিক্ষার্থীর হাতে বই ও সনদ তুলে দেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এদের মধ্যে তিনজনকে প্রাইজবন্ড দেওয়া হয়।

নতুন প্রজন্মের করদাতাদের আয়কর সম্পর্কে সচেতন করতে সপ্তাহব্যাপী এ আয়োজনের ষষ্ঠ দিনে রাজউক উত্তরা মডেল কলেজের ৪০ শিক্ষার্থী অংশ নেয়।

অংশগ্রহণকারীদের সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়। পাশাপাশি রাজউক উত্তরা মডেল কলেজকে সনদপত্র দেওয়া হয়।  

এসময় এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়া উদ্দিন মাহমুদসহ অন্য কর্মকর্তারা ছিলেন।

উল্লেখ্য, এর আগে ঢাকা মেডিকেল কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং নটরডেম কলেজের ১০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সব শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সনদপত্র দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এমএফআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।