ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর মেলার ৬ দিনে আদায় ১ হাজার ৮৯৯ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
আয়কর মেলার ৬ দিনে আদায় ১ হাজার ৮৯৯ কোটি টাকা আয়কর মেলা প্রাঙ্গণ

ঢাকা: চলমান আয়কর মেলায় ছয়দিনে মোট কর আদায় হয়েছে ১ হাজার ৮৯৯ কোটি টাকা। এখন পর্যন্ত মেলা থেকে সেবা নিয়েছেন ১৩ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে ৪ লাখ ১২ হাজার ১৯৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান আয়কর দিয়েছে।

মেলা সূত্রে জানা গেছে, এবারের মেলার ছয়দিনে ১ হাজার ৮৯৯ কোটি ৩৯ লাখ ১৬ হাজার টাকার আয়কর পরিশোধ হয়েছে। যা অতীতের রেকর্ড ভেঙেছে।

এর মধ্যে রোববার (১৮ নভেম্বর) মেলার ৬ষ্ঠ দিনে সারাদেশে আদায় হয়েছে ৩৪১ কোটি ২৯ লাখ ৭৩ হাজার ৪৭৬ টাকার কর।

সপ্তাহের প্রথম কার্যদিবসে সারাদেশে মোট ৬৭টি স্পটে ২ লাখ ২৭ হাজার ৩৭৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছেন। এর মধ্যে রিটার্ন দাখিল করেছেন ৬৯ হাজার ৩৬৩ জন। এছাড়াও  মেলায় ৭ হাজার ১০৭ জন নতুন করে ই-টিআইএন খুলেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।