ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে ৬ষ্ঠ দিন পর্যন্ত সাড়ে ৫ কোটি টাকার কর আদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
বরিশালে ৬ষ্ঠ দিন পর্যন্ত সাড়ে ৫ কোটি টাকার কর আদায় বরিশালের জমজমাট আয়কর মেলা

বরিশাল: শেষ দিকে এসে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের আয়কর মেলায় অনেকটাই জমজমাট অবস্থা বিরাজ করছে। বিগত সময়ের থেকে শেষের দিকে এসে মেলায় প্রাঙ্গণে করদাতা ও রিটার্ন দাখিলকারীদের উপস্থিতি অনেকটাই বেড়েছে।

মেলার ৬ষ্ঠ দিন পর্যন্ত বিভাগীয় শহর বরিশালসহ বিভিন্ন জেলা-উপজেলায় সাড়ে ৫ কোটি টাকার ওপরে কর আদায় হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ১৪ হাজার ৮৫ জন করদাতা।

আর নতুন ‘ই- টিআইএন’ এর মাধ্যমে করদাতা হয়েছেন ৬৫৭ জন। পাশাপাশি এখন পর্যন্ত ১ জন ‘ই- টিআইএন’ রি-রেজিষ্টেশন করেছেন।

এদিকে বিভাগীয় শহর বরিশালসহ বিভিন্ন জেলা-উপজেলার মেলা থেকে এ পর্যন্ত ১ লাখ ৮ জন সেবা গ্রহণ করেছেন।

রোববার (১৮ নভেম্বর) রাতে বরিশাল কর অঞ্চলের উপ-কর কমিশনার (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ এ তথ্য জানান।  

তিনি বলেন, প্রতিদিন মেলায় করদাতাদের উপচেপড়া ভিড় থাকে। তাছাড়া গতবারের চেয়ে এবার আয়কর দাতারাও অনেক সচেতন হয়েছেন।  

তিনি জানান, গোটা বরিশালে মেলার প্রথম দিনে ৫৫ লাখ ৫৪ হাজার ৩৫৬ টাকা কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ৩৩৮ জন করদাতা। নতুন ‘ই- টিআইএন’ এর মাধ্যমে করদাতা হয়েছেন ৮৫ জন। সেবাগ্রহণ করেছেন ৩ হাজার ২০৮ জন।  

দ্বিতীয় দিনে ৫৯ লাখ ৫৬ হাজার ১৮৭ টাকা কর আদায় হয়েছে। মেলায় রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ৩৪৫ জন করদাতা। নতুন ‘ই- টিআইএন’ এর মাধ্যমে করদাতা হয়েছেন ১১৬জন। সেবা নিয়েছেন ১২ হাজার ৩৪১ জন।  

তৃতীয় দিনে ৯৫ লাখ ১৩ হাজার ৪৬৮ টাকা কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ২ হাজার ২২৯ জন করদাতা। নতুন ‘ই- টিআইএন’ এর মাধ্যমে করদাতা হয়েছেন ১১৮ জন। সেবাগ্রহণ করেছেন ২৩ হাজার ৮৬৩ জন।  

চতুর্থ দিনে ৮০ লাখ ৯ হাজার ৩৭১ টাকা কর আদায় হয়েছে। মেলায় রিটার্ন জমা দিয়েছেন ২ হাজার ৪৪৪ জন করদাতা। নতুন ‘ই- টিআইএন’ এর মাধ্যমে করদাতা হয়েছেন ৫০ জন। সেবাগ্রহণ করেছে ১৬ হাজার ৪৩৭ জন।  

পঞ্চম দিনে ১ কোটি ১৯ লাখ ১৮ হাজার ২৪ টাকা কর আদায় হয়েছে। মেলায় রিটার্ন জমা দিয়েছেন ২ হাজার ৮৮২ জন করদাতা। নতুন ‘ই- টিআইএন’ এর মাধ্যমে করদাতা হয়েছেন ১০৮ জন। সেবাগ্রহণ করেছে ১৯ হাজার ৪৩৪ জন।  

ষষ্ঠ দিনে ১ কোটি ৫০ লাখ ২৩ হাজার ৮৫৫ টাকা কর আদায় হয়েছে। মেলায় রিটার্ন জমা দিয়েছেন ৩ হাজার ৮৪৭ জন করদাতা। নতুন ‘ই- টিআইএন’ এর মাধ্যমে করদাতা হয়েছেন ১৮০ জন। সেবাগ্রহণ করেছে ২৪ হাজার ৭২৫ জন।  

উল্লেখ্য গত ১৩ নভেম্বর (মঙ্গলবার) থেকে বরিশাল অশ্বিনী কুমার হলে শুরু হওয়া সাত দিনব্যাপী এই আয়কর মেলা ১৯ নভেম্বর (সোমবার) শেষ হবে। যা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলছে।

বাংলা‌দেশ সময় : ০৫২৫ ঘন্টা, ন‌ভেম্বর ১৯, ২০১৮
এমএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।