ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শেষ হলো আয়কর মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
শেষ হলো আয়কর মেলা কর মেলার শেষ দিন/ছবি: বাংলানিউজ

ঢাকা: করদাতাদের উপচেপড়া ভিড়ের মধ্যদিয়ে শেষ হলো সপ্তাহব্যাপী আয়কর মেলায়-২০১৮। মেলার শেষদিন ঢাকার বেইলি রোডের অফিসার্স ক্লাবসহ সারাদেশে ৪৫টি স্পটে মেলা অনুষ্ঠিত হয়।

মেলার শেষদিন ছিল করদাতা ও সেবাগ্রহীতাদের উপচেপড়া ভিড়। ফলে নির্ধারিত সময়ের পরও উপস্থিত করদাতাদের সেবা দেওয়া হয়।

করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রবণতা দেখে আগামী ২২ থেকে ৩০ নভেম্বর ২০১৮ পর্যন্ত এনবিআরের সব অফিসে মেলার মতোই সেবা ও করদাতারা রিটার্ন দাখিল জমা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কর আহরণের পাশাপাশি সামাজিক ন্যায়বিচার ও সমতা নিশ্চিত করার লক্ষ্যে ২০১০ সাল থেকে আয়কর মেলা শুরু হয়।  
নবমতম মেলার শেষ দিন স্টলগুলো পরিদর্শন করেন এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এসময় এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম, ড. মোহাম্মাদ আব্দুল মজিদ এবং ড. নাসির উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে কর শিক্ষণ ফোরামের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে এনবিআর।
 
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এমএফআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।