ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বকেয়া পৌরকর আদায়ে রাসিকের অস্থায়ী ক্যাম্প ২৫ নভেম্বর 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
বকেয়া পৌরকর আদায়ে রাসিকের অস্থায়ী ক্যাম্প ২৫ নভেম্বর 

রাজশাহী: বকেয়া পৌরকর আদায়ে ওয়ার্ডপর্যায়ে অস্থায়ী আদায় ক্যাম্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এরই অংশ হিসেবে আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর মহানগরের ৪, ৭, ১৪, ১৫, ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ডে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালিত হবে। 

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাসিকের জনসংযোগ কর্মকর্তা মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করপোরেশনের অধিক্ষেত্রে যেসব হোল্ডিং মালিকরা এখনও পৌরকর পরিশোধ করেননি তাদের সঙ্গে যোগাযোগ করে বকেয়া পৌরকর আদায় এবং সব নাগরিকদের পৌরকর পরিশোধে উৎসাহিত করার লক্ষ্যে কর্তৃপক্ষ ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর ২০১৮ (রোববার, সোমবার, মঙ্গলবার) ওয়ার্ড নম্বর-৪, ৭, ১৪, ১৫, ২৪ ও ২৭ এ অস্থায়ী আদায় ক্যাম্প স্থাপন করা হবে।  

নাগরিকরা সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিধি অনুসারে প্রাপ্ত সুযোগসহ পৌরকর পরিশোধ করতে পারবেন।  

সংশ্লিষ্ট ওয়ার্ডের হোল্ডিং মালিকদের ওয়ার্ড কার্যালয়ে বকেয়া পৌরকর পরিশোধ করতে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।