ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও পাবেন গৃহঋণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও পাবেন গৃহঋণ গৃহঋণ

ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পর এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরাও পাবেন গৃহঋণ। মাত্র পাঁচ শতাংশ সরল সুদের বিনিময়ে গৃহঋণ নিতে পারবেন শিক্ষক ও কর্মচারীরা। এ ব্যাপারে সরকার এরইমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

এ সংক্রান্ত পৃথক একটি নীতিমালা প্রণয়নের জন্য কাজ চলছে। নীতিমালা প্রস্তুতের পর সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে পাঁচ শতাংশ সরল সুদে গৃহঋণ নিতে পারবেন।

অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ থেকে উপসচিব তনিমা তাসনিম স্বাক্ষরিত এক আদেশে একথা বলা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে উল্লেখ করে আদেশটি পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এমআইএইচ/এসএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।