ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

১০ পোশাক কারখানাকে সহযোগিতা দিচ্ছে নেদারল্যান্ডস 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
১০ পোশাক কারখানাকে সহযোগিতা দিচ্ছে নেদারল্যান্ডস 

ঢাকা: বাংলাদেশের নির্বাচিত ১০টি পোশাক শিল্প কারখানাকে তাদের তৈরি পোশাকের গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা দিয়ে আসছে নেদারল্যান্ডস। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দীর্ঘ পাঁচ বছরব্যাপী একটি দ্বিপাক্ষিক সহযোগিতামূলক প্রকল্পের আওতায় এই সহযোগিতা দেওয়া হচ্ছে।

রোববার (০২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নেদারল্যান্ডসের ‘সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফোরাম ডেভেলপিং কান্ট্রিস-সিবিআই’ ১০টি পোশাক শিল্প কারখানাকে তাদের তৈরি পোশাকের গুণগতমান বৃদ্ধি থেকে শুরু করে পরিবেশবান্ধব উপায়ে শিল্পকে কিভাবে বিদেশি ক্রেতাদের কাছে তুলে ধরা যায় সেজন্য সব ধরনের প্রশিক্ষণ দিয়ে আসছে।

 

এ বিষয়ে গত ২৬ নভেম্বর নেদারল্যান্ডে বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে এক উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। সেখানে সিবিআই-এর প্রতিনিধি বাংলাদেশে তাদের এই প্রকল্পকে সফলতার এক অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন।  

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad