ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ব্যাংকের সঙ্গে ডিএনসিসির চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
প্রাইম ব্যাংকের সঙ্গে ডিএনসিসির চুক্তি চুক্তির সময় উপস্থিত ব্যাংক ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা: এখন থেকে প্রাইম ব্যাংকসহ আরও ৪ ব্যাংকের নির্ধারিত যেকোনো শাখার মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের  (ডিএনসিসি) অনলাইন হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি জমা দেয়া যাবে।

বুধবার (৫ ডিসেম্বর) ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্যানেল মেয়র জামাল মোস্তফা এবং প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদের উপস্থিতিতে এ সংক্রান্ত সমঝোতা চুক্তিতে সই হয়।  

চুক্তি সই করেন প্রাইম ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং’র প্রধান শামস আব্দুল্লাহ মোহাইমীন এবং ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ও সরকারের উপ-সচিব মোহাম্মদ আবদুল হামিদ মিয়া।



এ সময় ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব মেসবাহুল ইসলাম, ডিএনসিসি’র সচিব ও সরকারের যুগ্ম সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়াসহ ব্যাংক ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এসই/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।