ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আর্থিক প্রতিষ্ঠানেরও হিসাব ক্লোজিং ২৭ ডিসেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
আর্থিক প্রতিষ্ঠানেরও হিসাব ক্লোজিং ২৭ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্লোজিংয়ের দিনও ২৭ ডিসেম্বর নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সকল প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর নির্ধারণ করায় উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে দেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের চলতি বছরের বার্ষিক হিসাব ক্লোজিংয়ের সময় ২৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

তবে ৩১ ডিসেম্বর যথারীতি ব্যাংক হলিয়ে অপরিবর্তিত থাকবে।
 
এর আগে ১৮ ডিসেম্বর দেশের ব্যাংকিং খাতের বার্ষিক হিসাব ক্লোজিংয়ের সময় ২৭ ডিসেম্বর নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ।
 
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।