ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বড়দিনে আংশিক খোলা থাকবে বসুন্ধরা সিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
বড়দিনে আংশিক খোলা থাকবে বসুন্ধরা সিটি বসুন্ধরা সিটি কমপ্লেক্স। ফাইল ফটো

ঢাকা: বড়দিন উপলক্ষে দক্ষিণ এশিয়ার বৃহত্তম বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত স্টার সিনেপ্লেক্স ও বিনোদনকেন্দ্র টগি ওয়ার্ল্ড এবং টাওয়ার পার্টের ফান ফ্যাক্টরি বসুন্ধরা ও ফুড হল খোলা থাকবে।

সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সোমবার (২৪ ডিসেম্বর) বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।  

এতে বলা হয়, বসুন্ধরা সিটির ফুড কোর্ট ও সিনেপ্লেক্স সকাল ১০টায় এবং টগি ওয়ার্ল্ড, ফান ফ্যাক্টরি ও ফুড হল সকাল ১১ টায় চালু হবে।

তবে লেভেল ১ থেকে ৭, বেজমেন্ট-১ ও ২ এ মোস্তফা মার্ট বন্ধ থাকবে।  

২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে বসুন্ধরা সিটি শপিং মলের এ সময় সূচি পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।