ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন মো. মোশাররফ হোসেন খান

ঢাকা: ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের মহাব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন খান নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

রোববার (১৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশনস’র মহাব্যবস্থাপক জিএম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের কর্মচারী নির্দেশ নম্বর-এইচআরডি-১:২৩/২০১৯ মোতাবেক তাকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ব্যাংক খুলনা অফিস পদায়ন করা হয়েছে।

  

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করে ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন মোশাররফ হোসেন।

তিনি বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ ও পরিদর্শন বিভাগ, ব্যাংকিং রেগুলেশন ও পলিসি ডিপার্টমেন্ট, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ-১, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।