ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রংপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ চলছে

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
রংপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ চলছে

রংপুর: রংপুর অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার কাজ চলছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। 

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিগত ১০ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে।

কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) রেজাউল হাসান, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার আবদুল আলীম মাহমুদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মো. মাসুদ রানা, বিজিবির ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল আনোয়ার সাদাত আবু মোহাম্মদ ফুয়াদ, রংপুর চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহমেদ আজাদ, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন।  

সভায় কি-নোট পেপার উপস্থাপন করেন রংপুর কমিশনারেটের অতিরিক্ত কমিশনার আবদুল মান্নান সরদার।

এর আগে সকালে নগরের কামাল কাছনাস্থ কমিশনারেট কার্যালয়ে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) রেজাউল হাসান।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।