রোববার (৩ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর অঞ্চল-১ আয়োজিত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এয়ারলাইন্সসমূহের সঙ্গে অংশীজন রাজস্ব সংলাপে এসব মন্তব্য করেন রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আমরা যখন রাস্তায় বেরুই একটু ভাঙা দেখলেই বলি দেশের উন্নয়ন হয়নি।
এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে রাজস্ব আদায় কম হলে ব্যাংক ঋণ বা সঞ্চয়পত্র থেকে ঋণ নিতে হবে সরকারকে। কিন্তু সঞ্চয়পত্রের সুদ হার অনেক বেশি। আবার বিদেশ থেকে ঋণ নিলেও বড় অঙ্কের সুদ গুণতে হবে। আমাদের রাজস্ব বাড়াতে হবে, রাজস্ব না এলে উন্নয়ন কি করে হবে।
বর্তমান দেশের মানুষ ১৮ কোটি অথচ এর তুলনায় কর রিটার্ন দেয় মাত্র ২০ লাখ। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে।
তিনি বলেন, আমাদের ট্যাক্স জিডিবি রেশিও কম। বহু মানুষ এখনও ট্যাক্স আওতার বাইরে। বিশেষ করে যারা ছোট ব্যবসা করেন তাদের এ আওতায় আনলে ট্যাক্স বহুগুনে বেড়ে যাবে। প্রতিটি ফ্ল্যাট বাসায় আমাদের লোকবল যাবে কর দেওয়া সবাইকে উৎসাহিত করা হবে। আমরা করভীতি দূর করে কিভাবে করের আওতা বাড়ানো যায় সে বিষয় নিয়ে কাজ করছি।
ঢাকা কর অঞ্চল-১ এর কর কমিশনার নাহার ফেরদৌসী বেগম সভাপতিত্বে আয়েজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য গ্রেড-১ (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) কালিপদ হালদার, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, রিলায়েন্স ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জালাল উদ্দিন, কাতার এয়ারওয়েজের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) জয়প্রকাশ নায়ার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
ইএআর/এএটি