মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে কারওয়ানবাজারে একটি কনফারেন্সরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে কালারস ম্যাগাজিনের প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ বলেন, আমাদের পত্রিকা এ বছর চার বছরে পদার্পণ করেছে।
তিনি বলেন, সাধারণত পরিচিতরাই নানা পুরস্কারে ভূষিত হন। আমরা প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সর্বত্র নারীদের ভালো উদ্যোগকে প্রাধান্য দেবো। তাদের উদ্যোগগুলো আমাদের কাছে আসার পরই জুরিবোর্ড তাদের মনোনীত করবেন। ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের উদ্যোগ জমা নেওয়া, যা আগামী ৩০ মার্চ পর্যন্ত চলবে।
সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন জুরি বোর্ডের সদস্য ও অভিনেতা আফজাল হোসেন, সহিদুস সাদেক, সিটি ব্যাংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা মির্জা গোলাম ইয়াহিয়া, লাকি বেগম প্রমুখ।
এ পুরস্কার মনোনয়নের জন্য জুরি বোর্ডে আছেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, মাত্রা অ্যাডভারটাইজমেন্টের ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন, আইডিএলসির সিইও এবং এমডি আরিফ খান, অ্যাডকম লিমিটেডের চেয়ারম্যান গীতিয়ারা সাফিয়া চৌধুরী, ইন্টার কন্টিনেন্টাল ঢাকার ম্যানেজার জেমস পি ম্যাকডোনাল্ড, ডিএইচএলর কান্ট্রি ম্যানেজার মো. মাইরুল হক, সিপিডির সম্মানিত ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, মাইডাস গ্রুপের চেয়ারম্যান রোকেয়া আফজাল, মোহাম্মাদি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রুবানা হক, র্যাংকস মোটরসের ম্যানেজিং ডিরেক্টর সোহানা রউফ চৌধুরী ও অ্যাপেক্স ফুটওয়্যারের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসিম মনজুর।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
ইএআর/এএ