ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চারদিনের ছুটির কবলে ভোমরা স্থলবন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
চারদিনের ছুটির কবলে ভোমরা স্থলবন্দর

সাতক্ষীরা: চারদিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। ফলে ইমিগ্রেশন ব্যতীত বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে ২৪ মার্চ পর্যন্ত ভোমরা বন্দরের যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি ২১ মার্চ (বৃহস্পতিবার) হিন্দু সম্প্রদায়ের দোলপূর্ণিমা, ২২ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি ও ২৪ মার্চ (রোববার) অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন উপলক্ষে ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চারদিন বন্ধ থাকবে।

তবে ছুটিকালীন সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা প্রশাসন ও ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।