ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উন্নয়নে বাধা দিলে জনগণ প্রতিরোধের দেয়াল তৈরি করবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জুন ২২, ২০১৯
উন্নয়নে বাধা দিলে জনগণ প্রতিরোধের দেয়াল তৈরি করবে

ঢাকা: দেশের মানুষ উন্নয়ন চায়। আর এ উন্নয়নকাজে কেউ বাধা দিলে জনগণ প্রতিরোধের দেয়াল তৈরি করবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

শনিবার (২২ জুন) নগরীর ব্রাক সেন্টারে ‘ইকোনোমি অব বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী।  

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের মানুষ উন্নয়ন চায়।

সরকার নানা ধরনের উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্পের সুফল পাচ্ছে দেশের মানুষ। তাই কেউ উন্নয়নকাজে বাধা দিলে জনগণই প্রতিরোধের দেয়াল তৈরি করবে।  

পদ্মাসেতুর কথা তুলে ধরে এম এ মান্নান বলেন, সরকার ঝুঁকি নিয়ে পদ্মাসেতু তৈরি করছে বলেই দেশের মানুষ আমাদের সঙ্গে আছে। দেশের মানুষ পদ্মাসেতুর সুফল পাবে। সর্বোপরি সরকার ভালো করছে।  

তারপরও সরকারের চলার পথে ভুল থাকলে ধরিয়ে দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা সম্প্রতি ঘোষিত বাজেটে পোশাক খাতের জন্য দেওয়া দুই হাজার আটশ’ কোটি টাকার প্রণোদনা কমিয়ে তরুণ উদ্যোক্তাদের জন্য এক হাজার কোটি টাকা দেওয়ার আহ্বান জানান।  

এসময় বিএনপির সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া অভিযোগ করে বলেন, রাজনৈতিক মদদেই বাড়ছে খেলাপি ঋণ।  

তখন পরিকল্পনামন্ত্রী আশ্বস্ত করে বলেন, সুষ্ঠ ব্যবস্থাপনায় বাজেট বাস্তবায়ন হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থপতি মোবাশ্বের হোসেন, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জুন ২২, ২০১৯
এমআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।