ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গলাচিপায় কিং ব্র্যান্ড সিমেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
গলাচিপায় কিং ব্র্যান্ড সিমেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প

পটুয়াখালী: ‘স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট’ এবং ‘নির্মাণের কারিগর সুস্থ থাকুন জীবনভর’এ দু’টি শ্লোগান নিয়ে পটুয়াখালীর গলাচিপায় বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে রাজসভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুন) বিকেল ৩টায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে রাজসভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পে আয়োজন করা হয়।

গলাচিপার কিং ব্র্যান্ড সিমেন্টের ডিলার মেসার্স বায়েজিদ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মিজানুর রহমান বায়েজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের বরিশাল বিভাগের সিনিয়র ম্যানেজার (সেলস) কবির আহমেদ।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গলাচিপা উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, গলাচিপা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু আউয়াল, গলাচিপা উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শাহ আলম, পটুয়াখালীর এরিয়া সেলস ম্যানেজার সাইফুল আলম, গলাচিপা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমাদুল মাঝি, সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রমুখ।

কিং ব্র্যান্ড সিমেন্টের টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার মামুন উর রশিদ বলেন, বাংলাদেশের সর্বাধুনিক জার্মানির ভিআরএম পদ্ধতিতে কিং ব্যান্ড সিমেন্ট উৎপাদিত হয়। কিং ব্যান্ড সিমেন্টের উৎপাদন পদ্ধতি, সিমেন্টের কাঁচামাল, সরবরাহ পদ্ধতি ও বিভিন্ন বড় বড় সরকারি-বেসরকারি প্রকল্পে কিং ব্যান্ড সিমেন্টের ব্যবহারের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।  

এরপর বিকেল ৫টায় উপস্থিত নির্মাণ শ্রমিকদের স্বাস্থ্যসেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। নির্মাণ শ্রমিকদের স্বাস্থ্যসেবা দেন গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেজবাহ উদ্দিন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুন ২২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।