ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবিতে ৩ দিনব্যাপী গৃহস্থালি পণ্য মেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
আইসিসিবিতে ৩ দিনব্যাপী গৃহস্থালি পণ্য মেলার উদ্বোধন বক্তব্য রাখছেন বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান উদ্দিন ইকবাল। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী গৃহস্থালি পণ্য ও ঘর সাজানো পণ্যের মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১টায় আইসিসিবির পুষ্পগুচ্ছ হলে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান উদ্দিন ইকবাল (বীরপ্রতীক), বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মতিউর রহমান দেওয়ান, অ্যাশারি বাংলাদেশ চাপ্টারের সেক্রেটারি মো. হাসমতুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সাজ্জাদ, এফবিসিসিআইর উপদেষ্টা মো. মোহাব্বত উল্লাহ।

স্বাগত বক্তব্য রাখেন স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফায়জুল আলম।

মেলায় বাংলাদেশ, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ১০০টিরও বেশি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

মেলায় পাওয়া যাচ্ছে ইলেকট্রনিক হোম এপ্লায়েন্স, মর্ডান কিচেন টেকনোলজি, হোম ডেকোরেটিভ পণ্য, ফার্নিচার, পেইন্ট, কোট ও ওয়াল কভারিং, এইচভিএসিআর, গ্লাস ও গ্লাজিং, ডোমেস্টিক ওয়াটার সলিউশন ও প্লাস্টিক হাউসহোল্ড পণ্য।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।