ঢাকা, রবিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বন্ধ টেক্সটাইল মিল ফের চালুর উদ্যোগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, জুলাই ২২, ২০১৯
বন্ধ টেক্সটাইল মিল ফের চালুর উদ্যোগ বিটিএমসি চেয়ারম্যান ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামানসহ অন্যরা।

ঢাকা: পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে বাংলাদেশ টেক্সটাইল মিল করপোরেশনের (বিটিএমসি) বন্ধ হওয়া সব মিল পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উপলক্ষে রোববার (২১ জুলাই) দুপুরে রাজধানীর একটি হোটেলে ওরিয়ন কাদেরিয়া টেক্সটাইল ও বিটিএমসির মধ্যে একটি চুক্তি সই হয়।

অনুষ্ঠানে বিটিএমসির পক্ষে চুক্তি সই করেন বিটিএমসি চেয়ারম্যান ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান ও ওরিয়ন কাদেরিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

পাটমন্ত্রী বলেন, পিপিপির মাধ্যমে বন্ধ হওয়া টেক্সটাইল মিল পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। মিলগুলো পুনরায় চালুর কারণে কর্মসংস্থান সৃষ্টি হবে। এ লক্ষে বর্তমান সরকার ধীরে ধীরে পিপিপির মাধ্যমে বন্ধ হওয়া মিলগুলো পুনরায় চালু করার চেষ্টা করছে।

টেক্সটাইল মিল করপোরেশনের চেয়ারম্যান ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিটিএমসির বন্ধ হওয়া মিলগুলো পিপিপির মাধ্যমে পরিচালনার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে ২৫টির মধ্যে ১৬টি মিল চালু করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য মির্জা আজম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব রিনা পারভিন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।