ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তরুণ প্রজন্মকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে লিডার্স কার্নিভাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
তরুণ প্রজন্মকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে লিডার্স কার্নিভাল সংবাদ সম্মেলন থেকে লিডার্স কার্নিভাল আয়োজনের ঘোষণা দেওয়া হয়। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: দেশের তরুণ প্রজন্মকে ব্যবসায় উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের চিন্তার উন্নয়ন ঘটানো এবং নতুন ব্যবসায় নানামুখী সমস্যার সমাধান নিয়ে শুরু হতে যাচ্ছে ‘বিজনেস লিডার্স কার্নিভাল-২০১৯’।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান কার্নিভালের আয়োজক সংস্থা। আগামী ১৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে এ কার্নিভাল।

বিজনেস লিডার্স কার্নিভাল-২০১৯ যৌথভাবে আয়োজন করছে সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট (এসএলএসডি) এবং এ্যান অ্যাফেয়ার্স।

সংবাদ সম্মেলনে এসএলএসডির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক মঈন উদ্দিন চৌধুরী এবং এ্যান অ্যাফেয়ার্সের সিইও কাজী ফারহিন আল নাফিস আয়োজনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

তারা বলেন, এ কার্নিভাল পাঁচটি লক্ষ্য সামনে রেখে করা হচ্ছে। এগুলো হলো- শিক্ষা বিনোদনের ও নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসায়ীক জ্ঞান সম্প্রসারণ করা; ব্যবসায়ে নারী নেতৃত্ব উৎসাহিত করা; পরবর্তী প্রজন্মের ব্যবসায়িক নেতৃত্বের মধ্যে সৃজনশীলতা তৈরি করা; ব্যবসায়ীক সমাজকে সঠিক ভাবে করপোরেট স্যোশাল রেসপনসিবিলিটির ব্যাপারে আরও সচেতন করা; বাংলাদেশের ব্যবসায়িক সমাজকে চতুর্থ বা পঞ্চম শিল্প বিপ্লবকে মোকাবেলায় প্রস্তুত করা।

কার্নিভালে গেস্ট অব অনার হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, উদ্বোধনী প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী উপস্থিত থাকবেন বলে জানায় আয়োজকরা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কার্নিভালের প্রধান উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ মঈনুল ইসলাম, আহ্বায়ক কমিটির প্রধান মোশারফ হোসেনসহ ব্যবসায়ী নেতারা।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এইচএমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।