ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২০০ টাকা শিমের কেজি!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
২০০ টাকা শিমের কেজি!

নেত্রকোণা: নেত্রকোণা শহরের কাঁচা বাজারগুলোতে শিম কেজি প্রতি ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু শিম নয় বাজারে প্রতিটি সবজির দাম থেকেও ঝরছে আগুন।

বিক্রেতার জানায়, বন্যা পরিস্থিতির কারণে সবজির আমদানি কম। বাজারে ঠিকমতো সবজির গাড়ি আসছে না।

শহরের মেঁছুয়া বাজারের সবজি বিক্রেতা বুলবুল, বিপ্লব ও সুমন বাংলানিউজকে জানান, সবজি আমদানি কম হওয়ায় ব্যবসা হচ্ছে না। ব্যবসা মন্দায় ব্যবসায়ীরাও ভালো নেই। ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য সময় খারাপ।

সবজি ক্রেতা নুরুদ্দিন, তোবারক বাংলানিউজকে বলেন, কিছুদিন আগেও যে সবজি কিনেছি কেজি প্রতি ২০ টাকা এখন সেই সবজির দাম ৫০ থেকে ৬০ টাকা। তারপরও পোকা ধরা ও অর্ধেক পচা অধিকাংশ সবজি। এগুলো ঘরে নিয়ে ফ্রিজে তুলেও রাখা সম্ভব হয় না।

বাজার ঘুরে দেখা যায়, ৫০-৬০ টাকায় কেজি প্রতি বিক্রি হচ্ছে বেগুন, করলা, ঢেঁড়স, ঝিঙ্গা, কাঁকরোল ও গাজর। ৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আলু, পটল, কাঁচকলা, কুমড়া, দেশি লাউ, পেঁপে, পিঁয়াজ ও লতা। অপরদিকে, ১৬০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ, রসুন ১৪০ টাকা।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।