ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুই মাস ধরে বন্ধ চাঁদপুরের ২ জুট মিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
দুই মাস ধরে বন্ধ চাঁদপুরের ২ জুট মিল

চাঁদপুর: প্রায় দুইমাস ধরে বন্ধ রয়েছে চাঁদপুর শহরের পুরানবাজার ডাব্লিউ রহমান জুট মিল ও স্টার আলকায়েদ জুট মিল লিমিটেডের উৎপাদন। এতে মিলের প্রায় কয়েকশ’ শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা বেকার হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। 

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে পাশাপাশি অবস্থিত মিল দু’টি বন্ধ দেখা যায়। আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও নেই কোনো ক্রেতা।

 

ডাব্লিউ রহমান জুট মিলের ভাড়াটিয়া সাহারা জুট মিলের প্রোডাকশনের দায়িত্বে থাকা নাহিদ শেখ বাংলানিউজকে বলেন, কর্মকর্তা ও কর্মচারীদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। শ্রমিকরা পাবে ১২ দিনের মজুরি। গত ২১ জুন সকালে কোনো কারণ উল্লেখ না করে নোটিশ টানিয়ে মিলের উৎপাদন বন্ধ করে দেয় ভাড়াটিয়া ঢাকার লালমাটিয়ার সাহারা জুট মিল কর্তৃপক্ষ।

ডাব্লিউ রহমান জুট মিলে পাট সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক প্রতিনিধি বিশ্বনাথ কুমার রনি বাংলানিউজকে বলেন, সাহারা জুট মিলের কাছে আমরা পাট বাবদ ৪৩ লাখ টাকা পাবো। কিন্তু ফান্ড নেই বলে মিলটির মালিকপক্ষের লোকজন ধরা দিচ্ছেন না।

অপরদিকে সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার মালিকানাধীন স্টার আলকায়েদ জুট মিলও প্রায় দেড় মাস ধরে বন্ধ রয়েছে। এ মিলের নোটিশ বোর্ডে মহাব্যবস্থাপক স্বাক্ষরিত একটি নোটিশ টানিয়ে মিলের উৎপাদন বন্ধ করা হয়েছে। নোটিশে জানানো হয়, মিলের রিপেয়ার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্যে গত ১ জুলাই থেকে মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্টার আলকায়েদ মিল কর্তৃপক্ষ। মিলটি আগামী ২৫ আগস্ট অর্থাৎ ঈদের পর যথারীতি চালু হবে বলে উল্লেখ করা হয়।

ডাব্লিউ রহমান জুট মিলের ব্যবস্থাপক মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, দুই বছর চুক্তিতে তাদের মিলটি সাহারা জুট মিল কর্তৃপক্ষকে ভাড়া দেওয়া হয়। সেই চুক্তি মতো ২০১৯ সালের ১৬ অক্টোবর থেকে মিলটি তারা চালাচ্ছে। চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি।

অপরদিকে স্টার আলকায়েদ জুট মিলের ব্যবস্থাপক আবদুল মোতালেব বাংলানিউজকে বলেন, আমাদের মিলের কোনো সমস্যা নেই। রিপেয়ার কাজ শেষ হলে ২৫ আগস্ট থেকে মিলটি পুনরায় চালু করা হবে।

স্থানীয় বাসিন্দা বশির মিয়া বাংলানিউজকে বলেন, মিল দু’টি বন্ধ থাকায় কয়েকশ’ শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা বেকার হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এছাড়া সামনে কোরবানির ঈদ, আদৌ মিল দু’টি চালু হবে কি-না এমন অনিশ্চয়তার মধ্যে তারা দিন কাটাচ্ছেন হতাশায়।

মিলের প্রকৃত মালিকরা মিল চালালে, এ সমস্যা হতো না বলেও উল্লেখ করেন বশির মিয়া।

চাঁদপুর সদরে মাত্র দু’টি জুট মিলই রয়েছে। হাজীগঞ্জ উপজেলায় রহমান জুট মিল থাকলেও সেটি গত কয়েক বছর বন্ধ রয়েছে। চালু থাকা দু’টি মিল থেকে পাটের বস্তা, চট ও সুতলি তৈরি হতো। অধিকাংশ পণ্য পাটের বস্তায় ব্যবহার সরকার বাধ্যতামূলক করায় দেশের বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো আবারও প্রাণ ফিরে পায়। সে সুবাদে চাঁদপুরের বেসরকারি এ দু’টি পাটকলও আবার চালু হয়। কয়েকশ’ নারী-পুরুষ শ্রমিকের পদচারণায় পুনরায় মুখরিত হয় মিল প্রাঙ্গণ। শ্রমিকদের কথা চিন্তা করে খুব শিগগিরই মিল দু’টি চালুর দাবি স্থানীয়দের।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।