ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হজযাত্রীদের ত্বকের সুস্থতায় ভ্যাসলিন বিতরণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
হজযাত্রীদের ত্বকের সুস্থতায় ভ্যাসলিন বিতরণ হজযাত্রীদের ত্বকের সুস্থতায় ভ্যাসলিন বিতরণ।

ঢাকা: মধ্যপ্রাচ্যের শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় ত্বককে সুরক্ষিত রাখতে হজযাত্রীদের মধ্যে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয়েছে।

ভ্যাসলিন এবং বিমান বাংলাদেশের যৌথ উদ্যোগে হজযাত্রীদের মধ্যে এ ভ্যাসলিন বিতরণ করা হয়। এ বছর হজযাত্রীদের মধ্যে ভ্যাসলিন বিতরণ কার্যক্রম গত ১৭ জুলাই শুরু হয়ে শেষ হয় ৫ আগস্ট।

মুসলমান সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান হজ। বাংলাদেশ থেকে প্রতি বছর ধর্মপ্রাণ মুসলমানরা হজ পালনের উদ্দেশে সৌদি আরব ভ্রমণ করেন ও ধর্মীয় রীতি মেনে হজ সম্পন্ন করেন।  

বৈরী আবহাওয়া হজযাত্রীদের ত্বকে সৃষ্টি করে শুষ্কতা, রুক্ষতা, র‌্যাশসহ নানা ধরনের সমস্যা। আর এসব সমস্যা দূর করে ত্বককে ময়েশ্চারাইজ করে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি। তাই হজযাত্রীদের ত্বকের সুস্থতা রক্ষায় ডাক্তাররা ভ্যাসলিন
পেট্রোলিয়াম জেলি ব্যবহারের পরামর্শ দেন।  

কেননা ভ্যাসলিন-ই একমাত্র পেট্রোলিয়াম জেলি যেটাতে কোনো প্রকার কৃত্রিম সুগন্ধী নেই ফলে এতে হজের নিয়ম ভঙ্গের ভয় নেই। তাই ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি শুধু কার্যকরীই নয় বরং নিরাপদও।

ভ্যাসলিন বিতরণ কার্যক্রমের উদ্দেশে বাংলাদেশে হজ ক্যাম্পে বসানো হয়েছিল ভ্যাসলিন বুথ। যেখান থেকে হজযাত্রীদের সরবরাহ করা হয় ভ্যাসলিনের গিফট হ্যাম্পার। হজযাত্রীদের সেবায় ভ্যাসলিনের সৌজন্যে চালানো হয় শীততাপ নিয়ন্ত্রিত বিশেষ বাস। যা ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন হজ ক্যাম্প থেকে নিরাপদে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।