ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংক-সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশনের চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
সিটি ব্যাংক-সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশনের চুক্তি

ঢাকা: সিটি ব্যাংক ও সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। 

এ চুক্তি অনুসারে এখন থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম লিমিটেডের অফিসসমূহে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে।  

সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুর আরেফিন ও সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ তানভীর আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিটি ব্যাংকের ডিএমডি ও সিআইও কাজী আজিজুর রহমান, হেড অব ডিএফএস মো. জাফরুল হাসান, এজেন্ট ব্যাংকিং হেড অব বিজনেস মো. মাহবুব সোবহান ও হেড অব এজেন্ট ব্যাংকিং কাজী মোরতুজা আলী এবং সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক ও ডা. আহসানুল কবীরসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।