ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রমিক কল্যাণ তহবিলে ১১ কোটি টাকা দিলো বিএটিবি-ইডটকো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
শ্রমিক কল্যাণ তহবিলে ১১ কোটি টাকা দিলো বিএটিবি-ইডটকো

ঢাকা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১১ কোটি ৬১ লাখ ২৫ হাজার টাকার চেক জমা দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) ও মোবাইল টাওয়ার স্থাপনা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ লিমিটেড।  

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। বিএটিবির বাংলাদেশ মানব সম্পদ বিভাগের প্রধান সাদ জসিম ও ইডটকোর ব্যবস্থাপনা পরিচালক রাহুল চৌধুরী নিজ নিজ কোম্পানীর পক্ষ থেকে চেক তুলে দেন।

 

চেক হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয়, গত এক বছরে লভ্যাংশের পাঁচ ভাগের এক দশমাংশ হিসেবে বিএটিবির পক্ষ থেকে ১০ কোটি ১৬ লাখ ৫৪ হাজার ৩৩৭ টাকা ও ইডটকোর পক্ষ থেকে ১ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ১৮৮ টাকার চেক প্রদান করা হয়।  

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, বার্ষিক হিসেবে কোনো প্রতিষ্ঠানের নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি ও বহুজাতিক মিলে ১৪৩টি প্রতিষ্ঠান নিয়মিত এ তহবিলে অর্থ জমা দিয়েছে। তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৩শ’ ৮২ কোটি টাকা। অন্যদিকে এখন পর্যন্ত এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের ৯ হাজার শ্রমিককে প্রায় ৩০ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বাংলাদেশ এইচআর বিজনেস পার্টনার অপারেশনস আদ্রিতা দত্ত, প্রোগ্রাম ম্যানেজার মেহেদী আরিফ মোজাম্মেল, এক্সটার্নাল বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদ, কর্পোরেট অ্যাফেয়ার্স কনসালটেন্ট আখতার আনোয়ার খান, ইডটকোর এইচআর ডিরেক্টর রিজওয়ান হামিদ কোরাইশী, ডিরেক্টর মো. মনঞ্জুরুল ইসলাম ও সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক মো. সেরাজুস সালেহীন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯ 
জিসিজি/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।