ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টানা ৫ম মেয়াদে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
টানা ৫ম মেয়াদে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান দায়িত্ব গ্রহণকালে অন্যদের সঙ্গে সেলিম ওসমান

ঢাকা: বিকেএমইএ পরিচালনা পর্ষদের ২০১৯-২১ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন একেএম সেলিম ওসমান। এ নিয়ে টানা পঞ্চম মেয়াদে তিনি বিকেএমইএ সভাপতি নির্বাচিত হলেন। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেএমইএ প্রধান কার্যালয়ে ২০১৯-২১ মেয়াদে সংগঠনটির দায়িত্ব গ্রহণকারী নেতাদের নাম ঘোষণা করা হয়।

২৭ সদস্যের এ পরিচালনা পর্ষদে মোহাম্মদ হাতেম প্রথম সহ-সভাপতি, অমল পোদ্দার দ্বিতীয় সহ-সভাপতি, গাওহার সিরাজ জামিল তৃতীয় সহ-সভাপতি ও মোরশেদ সারোয়ার সোহেল সহ-সভাপতি (অর্থ) নির্বাচিত হয়েছেন।

এছাড়া এই পর্ষদে রয়েছেন ২২ জন পরিচালক।  

এর আগে গত ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নিট শিল্প মালিকরা ২৭টি পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র নির্বাচন বোর্ডের চেয়াম্যানের কাছে হস্তান্তর করেন। যেহেতু ২৭টি সদস্য পদের বিপরীতে ২৭টি মনোনয়ণপত্র জমা পড়ে সেহেতু ২৬ অক্টোবর ২০১৯ তারিখে ভোট গ্রহণের কথা থাকলেও বাণিজ্য সংগঠন বিধিমালার বিধি ১৭ অনুযায়ী তার প্রয়োজন পড়েনি। ফলে বিধি অনুযায়ী ৩ অক্টোবর ২০১৯-২১ মেয়াদে ২৭ সদস্য বিশিষ্ট বিকেএমইএর পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়।

নারায়ণগঞ্জে বিকেএমইএ প্রধান কার্যালয়ে সভাপতির দায়িত্ব গ্রহণকালে একেএম সেলিম ওসমান, ক্রমাগত বাড়তে থাকা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন বাজার সম্প্রসারণ আবশ্যিক। এছাড়া প্রযুক্তিনির্ভর পৃথিবী যেভাবে বদলাচ্ছে তাতে অটোমেশন এখন সময়ের দাবি। এক্ষেত্রে বিকেএমইএর সমৃদ্ধ গবেষণা কার্যক্রম ফলপ্রসূ ভূমিকা রাখবে।  

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯ 
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।