ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা সিমেন্টের 'আমার বাড়ি, আমার নিরাপত্তা' কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
বসুন্ধরা সিমেন্টের 'আমার বাড়ি, আমার নিরাপত্তা' কর্মশালা

কুষ্টিয়া: স্থাপনা নির্মাণে সচেতনতা বৃদ্ধিতে কুষ্টিয়ায় 'আমার বাড়ি, আমার নিরাপত্তা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়ার অভিজাত দিশা টাওয়ারে এ কর্মশালার আয়োজন করে বসুন্ধরা সিমেন্ট।

অনুষ্ঠানে স্থাপনা নির্মাণ কৌশল, স্থাপনা তথা বসতবাড়িতে অগ্নিনির্বাপণ, ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা ও ভূমিকম্প পরবর্তী করণীয় পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করা হয়।



এসময় প্রধান অতিথির বক্তব্যে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসেন বলেন, ধারাবাহিক গুণগত মানের জন্য বর্তমানে দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা নদী শাসন প্রকল্প, পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড, মেট্রো রেল প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, কালনা সেতু প্রকল্প, সাসেক রোড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প, কালশী ফ্লাইওভার প্রকল্প, রূপসা রেল সেতু প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্পের মত বড় স্থাপনাগুলোতে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।

...এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ, বসুন্ধরা সিমেন্টের সাউথ উইং এর এজিএম জিয়ারুল ইসলাম, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ফাংশন) সাইফুল ইসলাম রুবেল, খুলনা ডিভিশনের ডিএসআই হাফিজুর রহমান, টেকনিক্যাল সাপোর্ট সেক্টরের ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন, মাহাবুবুর রহমান, আবুল হাসান, কুষ্টিয়া এরিয়ার এএসএম জাফরুল ইসলামসহ বসুন্ধরা সিমেন্টের অন্যান্য কর্মকর্তারা।

শুরুতেই বসুন্ধরা সিমেন্টের পক্ষে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপনা করেন ইঞ্জিনিয়ার সালাহ উদ্দীন, মাহাবুবুর রহমান ও আবুল হাসান।

কর্মশালায় স্থানীয় ১০০ জন বাড়িওয়ালা অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।