ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পঞ্চগড় চিনিকলে আখ মাড়াই শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
পঞ্চগড় চিনিকলে আখ মাড়াই শুরু

পঞ্চগড়: চলতি মৌসুমে পঞ্চগড় চিনিকলে আখ মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় চিনিকলের ক্যান ক্যারিয়ারে আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন প্রবীণ আখ চাষি কাজী হাবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- চিনিকলের এমডি চৌধুরী রুহুল আমিন কাইসার, এডিএম ইউসুফ আলী, চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনারুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ। এর আগে চিনিকলে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জানা যায়, চলতি মৌসুমে পঞ্চগড় চিনিকলে সরবরাহ করার উপযোগী আখ চাষের পরিমাণ ধরা হয়েছে ৪২ হাজার মেট্রিকটন। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৬০ মেট্রিকটন। আর এ বছর প্রতি মণ আখের দাম ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে চিনিকলে অবিক্রিত রয়েছে ৫ হাজার ১শ’ মেট্রিকটন আখ। যার দাম ২৮ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।