ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাফেডার বার্ষিক সাধারণ সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
বাফেডার বার্ষিক সাধারণ সভা

ঢাকা: বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেডা) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সংগঠনটির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনালী ব্যাংকের সম্মেলন কক্ষে বাফেডার ২৬তম এ সভা অনুষ্ঠিত হয়।

বাফেডার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এবং ব্যবস্থপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান সভায় সভাপতিত্ব করেন।

সভায় বাফেডার সদস্য ব্যাংকগুলোর প্রধান নির্বাহী, অন্যান্য নির্বাহী ও বিভিন্ন ব্যাংকের ট্রেজারি প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় ২০১৮-২০১৯ সালে বাফেডার বিভিন্ন কার্যক্রমের ওপর আলোকপাত করা হয়। দেশের সার্বিক বৈদেশিক মুদ্রাবাজার ও বৈদেশিক বাণিজ্য লেনদেন পরিস্থিতি সন্তোষজনক বলে অভিমত প্রকাশ করা হয়।

আর্ন্তজাতিক বিধি অনুযায়ী মেয়াদপূর্ণ ও গৃহিত সব রপ্তানি বিল সময়মত পরিশোধের জন্য ব্যাংকগুলোকে তাগিদ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।