ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নির্মাণ শ্রমিকদের স্বাস্থ্যসেবা দিলো কিং ব্র্যান্ড সিমেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
নির্মাণ শ্রমিকদের স্বাস্থ্যসেবা দিলো কিং ব্র্যান্ড সিমেন্ট নির্মাণ শ্রমিকদের স্বাস্থ্যসেবা দিচ্ছেন চিকিৎসকরা। ছবি: ডি এইচ বাদল

ঢাকা: দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে ‘নির্মাণের কারিগর, সুস্থ থাকুক জীবনভর’ স্লোগানে প্রায় শতাধিক নির্মাণ শ্রমিককে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর দনিয়ায় লাকি কমিউনিটি সেন্টারে তাদের বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষাসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা এ সেবা দেন। রাজধানীর পুরান ঢাকা, মতিঝিল, ডেমরা, শনির আখড়া থেকে এসব শ্রমিকরা চিকিৎসা তিনি আসেন।


নির্মাণ শ্রমিকদের স্বাস্থ্যসেবা দিচ্ছেন চিকিৎসকরা।  ছবি: ডি এইচ বাদল
এ সময় চিকিৎসারা তাদের ডায়াবেটিস, রক্ত পরীক্ষাসহ শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা নিরাময়ের পরামর্শ দেন।  

নির্মাণ শ্রমিকদের পাশাপাশি ওই এলাকার ডিলার ও রিটেইলারাও এতে অংশ নেন।

মোস্তফা নামে এক নির্মাণ শ্রমিক বাংলানিউজকে বলেন, অনেক দিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছি। তবে আজ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলাম। এখানে অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এতে ভালো লাগছে। আমাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করায় কিং ব্র্যান্ড সিমেন্টকে ধন্যবাদ।

নির্মাণ শ্রমিক ও ডিলার ও রিটেইলারা।  ছবি: ডি এইচ বাদলচিকিৎসক অভিজিৎ গুহ বাংলানিউজকে বলেন, চিকিৎসা নিতে আসা নির্মাণ শ্রমিকদের মাংসপেশীসহ মাজা বা হাঁটুতে ব্যথা আছে। কঠোর পরিশ্রমের কারণে এটা হয়েছে। আমরা তাদের ওষুধের পাশাপাশি ব্যয়ামের পরামর্শ দিয়েছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আবদুল লতিফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ জি এম  খায়রুল ইসলাম, ডিভিশনাল সেলস ম্যানেজার আহসানুল হক শিমুল, টেকনিক্যাল সাপোর্ট বিভাগের এ জি এম ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার সুকদেব হাওলাদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
ইএআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।