ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সহজ ট্রাক-ট্রান্সকম ফুডসের মধ্যে চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
সহজ ট্রাক-ট্রান্সকম ফুডসের মধ্যে চুক্তি

ঢাকা: লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠান সহজ ও ট্রান্সকম ফুডস লিমিটেডের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ট্রান্সকম ফুডস সদর দফতরে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি অনুযায়ী ট্রান্সকম ফুডসের লজিস্টিক পার্টনার হিসেবে কাজ করবে সহজ ট্রাক।  

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন সহজের ট্রাক ও বাস বিভাগের পরিচালক শাকিল জোয়াদ রহিম এবং ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা।

 

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সহজ বাস ও ট্রাক ডিভিশনের এজিএম তোফায়েল আহমেদ মজুমদার, প্রতিষ্ঠানটির করপোরেট সেলস ম্যানেজার আনিজা বেগ, ট্রান্সকম ফুডস লিমিটেডের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ডিজিএম রেজাউল করিম ও অ্যাকাউন্টসের ডিজিএম কাজী মো. জাফরুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।