ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আলোহা বাংলাদেশের মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
আলোহা বাংলাদেশের মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা আলোহা বাংলাদেশের মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতার উদ্বোধন

ঢাকা: আলোহা বাংলাদেশের আয়োজনে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় পর্যায়ের অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা ২০২০।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) আলোহা বাংলাদেশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৩ তম এ প্রতিযোগিতায় সারাদেশের ছয়শটির বেশি বিদ্যালযের তিন হাজার পাঁচশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

একইসঙ্গে এবারের আসরে ভারত থেকে অংশ নেন একশ শিক্ষার্থী।

শিশুরা কতো দ্রুত নির্ভুলভাবে সমাধানে পৌঁছতে পারে তা পরীক্ষার জন্যই প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পাঁচ মিনিটের মধ্যে ৭০টি জটিল গাণিতিক সমাধান করতে দেওয়া হয়। বেশিরভাগ অংশগ্রহণকারী পাঁচ মিনিটের মধ্যে গাণিতিক সমস্যার সমাধান করতে সক্ষম হন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আলোহা আয়ারল্যান্ডের প্রধান পেটরু বোগদান স্ট্যান। আলোহা বাংলাদেশের চেয়ারম্যান সাইফুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন আলোহা ত্রিপুরার প্রধান রনবীর রায়, আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হায়দার চৌধুরী ও পরিচালক মো. শামসুদ্দিন টিপু।

জাতীয় পর্যায়ের উন্নীত অংশগ্রহণকারীরা জুলাইয়ে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।