ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সেবা এক্সওয়াইজেড কর্মীদের বাসা থেকে অফিস শুরু  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
সেবা এক্সওয়াইজেড কর্মীদের বাসা থেকে অফিস শুরু  

ঢাকা: ডিজিটাল সার্ভিস প্রোভাইডার প্ল্যাটফর্ম সেবা এক্সওয়াইজেড এর কর্মীদের বাসা থেকেই অফিসিয়াল কার্যক্রম চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।  

এতে বলা হয়েছে, এক্সওয়াইজেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদনান ইমতিয়াজ হালিম কোম্পানির সব কর্মকর্তা ও কর্মচারীদের বাসা থেকে অফিসের কাজ করার নির্দেশনা দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা পরিস্থিতিতে সেবা এক্সওয়াইজেড কর্মী ও তাদের পরিবারকে নিরাপদ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

কোম্পানির প্রায় সব কর্মকর্তা-কর্মচারী ইতোমধ্যে বাসা থেকেই অফিসের কাজ করা শুরু করেছেন বলে জানানো হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তি।  

এর আগে সেবা এক্সওয়াইজেড তাদের সার্ভিস প্রোভাইডারদের জন্য করোনা প্রতিরোধে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে। এছাড়া তাদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্ল্যাভস, সাবান সরবরাহ করা হয়।  

একই সঙ্গে ব্যবসায়িক সহযোগীদের মধ্যেও অনুরূপ সামগ্রী সরবরাহ করার উদ্যোগ নিয়েছে এক্সওয়াইজেড।  

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।