ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‌পোশাক খাতের শীর্ষ দুই সংগঠনকে ধন্যবাদ দিল ইউএফজিডব্লিউ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
‌পোশাক খাতের শীর্ষ দুই সংগঠনকে ধন্যবাদ দিল ইউএফজিডব্লিউ

বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পোশাক কারখানা বন্ধের নির্দেশ দেওয়ায় পোশাক শিল্পের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএকে ধন্যবাদ জানিয়েছে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস্ ওয়ার্কার্স (ইউএফজিডব্লিউ)। 

সংগঠনের সভাপতি কাউসার আহম্মেদ পলাশ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে।

সব মানুষের মধ্যে আতঙ্ক ও ভয়ভীতি সৃষ্টি হয়েছে। এই অবস্থায় পোশাক শ্রমিকদের নিরাপত্তায় কারখানা বন্ধের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত।

আপৎকালীন এই সময়ে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা যথাযথভাবে পরিশোধের জন্য বিশেষভাবে আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।