ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিসিক শিল্পনগরীতে তিন মাসের সার্ভিস চার্জ লাগবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
বিসিক শিল্পনগরীতে তিন মাসের সার্ভিস চার্জ লাগবে না ছবি: বাংলানিউজ

ঢাকা: বিসিক আওতাধীন শিল্পনগরীগুলোতে স্থাপিত শিল্প ইউনিটের সব ধরনের সার্ভিস চার্জ আদায় আগামী ০৩ (তিন) মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)।

শনিবার (১১ এপ্রিল) বিসিকের এক অফিস আদেশে এ কথা জানানো হয়।    

অফিস আদেশে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রেক্ষিতে দেশের শিল্পায়নের ধারাকে গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আওতায় বিসিক শিল্পনগরীতে অবস্থিত সকল শিল্প ইউনিটের ২০১৯ সালে বৃদ্ধিকৃত সার্ভিস চার্জসহ অন্যান্য চার্জ আদায় আগামী তিন মাস স্থগিত থাকবে।

বিসিক কর্তৃপক্ষ শিল্পনগরীসমূহ থেকে তিন ধরনের সার্ভিস চার্জ নিয়ে থাকে। ভূমি উন্নয়ন ফি, পানির বিল এবং শিল্পনগরীসমূহের রাস্তা-ঘাট, ড্রেনেজ, কালভার্টের (অবকাঠামো ও ইউটিলিটি) জন্য সার্ভিস চার্জ।

সারা দেশে বিসিকের ৭৬টি শিল্পনগরী রয়েছে। শিল্পনগরীর কর্মকর্তাগণকে এ আদেশ বাস্তবায়নে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে এটি বাস্তবায়ন নিশ্চিত করতে  ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালকদের বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘন্টা, এপ্রিল ১১, ২০২০ 
জিসিজি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।