ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাধার মুখেও ফেনী থেকে কর্মস্থলে ছুটছেন পোশাক শ্রমিকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
বাধার মুখেও ফেনী থেকে কর্মস্থলে ছুটছেন পোশাক শ্রমিকরা

ফেনী: করোনা ভাইরাস রোধে ২৬ মার্চ থেকে কয়েক দফা বাড়ানোর পর ৫ মে পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এসময় পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন ও সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। বন্ধ ছিল পোশাক খাতও।

তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রোববার (২৬ এপ্রিল) থেকে রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক শিল্প উৎপাদন ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। তবে আপতত দূর-দূরান্ত থেকে শ্রমিকদের শিল্পাঞ্চলে ফিরতে নিষেধ করেছে সংগঠনটি।

কিন্তু ছুটি পেয়ে যারা গ্রামের বাড়ি গিয়েছিলেন, তারা যে যেভাবে পেরেছেন ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন।

জানা যায়, কাজ না থাকায় অনেক পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই করা হয়েছে। আবার চাকরি থাকলেও অনেক কারখানায় বেতন হবে না। অনেককে ফোন করে বলা হয়েছে দ্রুত কাজে যোগ দিতে। তাই চাকরি বাঁচাতে পেটের তাগিদে কাজে যোগ দিতে কর্মস্থলের উদ্দেশ্যে ছুটছেন পোশাক শ্রমিকরা।

রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে দেখা গেছে, বিভিন্নস্থান থেকে পোশাক শ্রকিমরা দলে দলে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। গণপরিবহন বন্ধ থাকায় গাদাগাদি করে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপভ্যানে করে রওনা হয়েছেন তারা। তবে চেকপোস্ট বসিয়ে তাদের আটকে দিতে চেষ্টা করছে পুলিশ।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মেহেদী হাসান বাংলানিউজকে জানান, মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজারে চেক পোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহন তল্লাশি চালাচ্ছে পুলিশ। নির্দেশনা না থাকায় তাদের আটকে দেওয়া হচ্ছে এবং যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠানো হচ্ছে।

আকবর হোসেন নামের এক শ্রমিক জানান, গার্মেন্টস খুলেছে বলে কারখানা থেকে ফোনে তাদের জানানো হয়েছে। না গেলে ছাঁটাই করা হবে বলে কর্তৃপক্ষ হুমকি দিয়েছে, তাই কর্মস্থলে যেতে বাধ্য হচ্ছে তারা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।