ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৮ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মে ২০, ২০২০
৮ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি

ব্রাহ্মণবাড়িয়া: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর আটদিন বন্ধ থাকবে।

শুক্রবার (২২ মে) থেকে ২৯ মে পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে এ স্থলবন্দরে।  

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ভারতীয় ব্যবসায়ীদের জানানো হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে ২২-২৯ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এরফলে আটদিন এ বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ৩০ মে থেকে যথারীতি পণ্য রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।

এদিকে প্রশাসনের সঙ্গে বন্দরের ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। এছাড়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মে ২০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।