ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পণ্য বিপণনে অনলাইন মার্কেটিং প্লাটফরম তৈরি করছে বিসিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, জুন ২৫, ২০২০
পণ্য বিপণনে অনলাইন মার্কেটিং প্লাটফরম তৈরি করছে বিসিক

ঢাকা: এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহায়তা প্রদানে একটি অনলাইন মার্কেটিং প্লাটফরম তৈরির উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

বুধবার (২৪ জুন) অনলাইন মার্কেটিং প্লাটফরমের প্রতিনিধিত্বকারী/সহায়তাকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত সভায় এসব তথ্য জানানো হয়। সভায় বিসিকের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সভায় বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান বলেন, সারাদেশে বিসিকের ৭৬টি শিল্পনগরীতে একটি করে পণ্য প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র স্থাপন করা হবে। পরবর্তীতে ওই প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রগুলোকে অনলাইন মার্কেটিং প্লাটফরমের সঙ্গে সংযুক্ত করা হবে যাতে সারাদেশের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য অলনাইনে বিক্রয় করতে পারেন।

সভায় জানানো হয়, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহায়তা প্রদানে একটি অনলাইন মার্কেটিং প্লাটফরম তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে অনলাইন মার্কেটিংয়ের ওপর বিসিকের পক্ষ থেকে একটি অবস্থানপত্র প্রস্তুত করা হয়েছে।

সভায় অনলাইন মার্কেটিং প্লাটফরমের প্রতিনিধিত্বকারী/সহায়তাকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা অনলাইন মার্কেটিং প্লাটফরম তৈরিতে বিসিককে সব ধরনের সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বাস দেন।

বিসিক চেয়াররম্যান মোশতাক হাসান এনডিসি মহোদয়ের সভাপতিত্বে ওই সভায় জুম অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন মোহাং সেলিম উদ্দিন, যুগ্ম-সচিব (বিরা, বেখা ও বিসিক), শিল্প মন্ত্রণালয়, বিসিক পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) ড. মোহা. আব্দুস ছালাম, পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ, পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) মো.  খলিলুর রহমান, পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প) মো. আলমগীর হোসেন, প্রকৌশলী মো. শফিকুল আলম, অধ্যক্ষ, স্কিটি, অখিল রঞ্জন তরফদার, মহাব্যবস্থাপক (বিপণন), মির্জা নূরুল গণী শোভন, সভাপতি, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব), রেজওয়ানুল হক জামি, হেড অব ই-কমার্স, এটুআই, আইসিটি বিভাগ, সারাহ জিতা, পরামর্শক, ইউএনডিপি, মো. জাহাঙ্গীর আলম শোভন, চিফ অপারেটিং অফিসার, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), আলী সাবেত, টিম লিভার, প্রিজম প্রকল্প, দেওয়ান মাহফুজুল হক (অপু মাহফুজ), প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঐক্য ফাউন্ডেশন, সুপ্রিয় ভট্টাচার্য, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার, প্রিজম প্রকল্পসহ বিসিকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, জুন ২৫, ২০২০ 

জিসিজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।